নাটোরে বাম গনতান্ত্রিক জোটের মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪; সময়: ৩:২২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক,  নাটোর: প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নাটোরে মানববন্ধন ও পথসভা করেছে বাম গনতান্ত্রিক জোট।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের কানাইখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সমন্বয়ক দেবাশিষ রায়, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি নির্মল চৌধুরিসহ নেতা-কর্মীরা।

এ পথসভায় জেলা বাসদ ও কমিউনিস্ট পার্টির নেতা কর্মিরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, ৭ জানুয়ারীর নির্বাচন ছিল এক প্রহসনের নির্বাচন। এ নির্বাচন দেশের জনগন প্রত্যাখ্যান করেছে। তারা নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন