চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত:
জানুয়ারি ১০, ২০২৪; সময়: ৮:২৮ pm | 
খবর > রাজনীতি

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
১০ জানুয়ারি বুধবার রাতে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিদিরপুর মোড়সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল টি হয়।
বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন সওকত ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ) এর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে স্বেচ্ছাসেবক নেতা মো. বাবর আলী রুমন ও জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক নেতা মো. শাহিন আলিসহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভাগ-বাটোয়ারার ডামি নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।