নওগাঁ মেডিকেল কলেজে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্ণার

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪; সময়: ১:০৮ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ মেডিকেল কলেজে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মেডিকেল কলেজ ভবনে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: বুলবুল হাসান।

এসময় ডা: বুলবুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য যা করেছেন তা সারা বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধুর এমন অবদান বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করে। তাঁর ব্যক্তিগত এবং রাজনৈতিক বর্ণাঢ্য জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।

কর্ণারটিকে দৃষ্টিনন্দন করতে গণপূর্ত বিভাগ, নওগাঁর সাথে সুন্দর ও আন্তরিক সমন্বয়ের জন্য হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: আবু জার গাফফারের ভুয়সী প্রশংসা করেন।

এসময় প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ডা: আব্দুল বারী, ডা: হাবিবুর রহমান, ডা: মাহবুব আলম সিদ্দিকী সহ অন্যান্য বিএমএ নেতৃবৃন্দ এবং নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরীসহ অত্র মেডিকেল কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন