কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪; সময়: ৪:১৮ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার জানান, উপজেলা নির্বাচন ঈদুল ফিতরের পর। আর সিটিতে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র রিফাত মারা যাওয়ার ওই সিটিতে উপনির্বাচন হবে। আর ময়মনসিংহ সিটিতে নিয়মিত ভোট হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন