নাটোরে বিএনপির কালো পতাকা মিছিল
প্রকাশিত:
জানুয়ারি ২৬, ২০২৪; সময়: ২:৫৪ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের দাবিতে নাটোরে পতাকা মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ১১ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপুর্ন এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ করে।
বিপুল সংখ্যক পুলিশ বেষ্টনির মধ্যে দলীয় কার্যালয়ের সামেনে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভাপতি সুফিয়া হক প্রমুখ।