রওশন এরশাদের সঙ্গে জাপা নেতাকর্মীদের মতবিনিময় সভা আজ

পদ্মাটাইমস ডেস্ক : রওশন এরশাদকে সামনে রেখে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বিরোধীরা। এরই অংশ হিসেবে আজ দলের নেতাদের মতবিনিময় সভা ডেকেছেন রওশন। যদিও বলা হচ্ছে, বিরোধী দলের নেতার পদ থেকে বিদায় উপলক্ষে এ সভা হবে।
রোববার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে জাপার শীর্ষ নেতাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টিতে রওশনপন্থি হিসেবে পরিচিতি নেতাদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়া জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আহ্বানে সাঁড়া দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। দলীয় প্রার্থী ও তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।’
এতে আরও বলা হয়, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন হুসেইন মুহম্মদ এরশাদ। বিগত ৩৭ বছর দলটির নানান ক্রান্তিকালে বারবার যিনি ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছেন, তিনি রওশন এরশাদ। যিনি নেতাকর্মীদের জন্য দলে গণতন্ত্র প্রতিষ্ঠায় থেকেছেন আপসহীন। দ্বাদশ সংসদ নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন নিশ্চিত না হওয়ায় নিজ স্বার্থ ত্যাগ করে অংশ নেননি ভোটে।’
নির্বাচনের আগে থেকেই টানাপোড়েন সৃষ্টি হয়েছে জাপায়। ৭ জানুয়ারির নির্বাচনে ভরাডুবির পর তা আরও বেড়েছে। স্ত্রী শেরিফা কাদেরের জন্য আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পাওয়ার পরই জাপা চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনে অংশ নিয়েছেন- এ অভিযোগ তুলে নেতৃত্বের সমালোচনা করে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদসহ একাধিক জ্যেষ্ঠ নেতা পদ হারিয়েছেন।
এছাড়াও ভোটের আগে দলটির একাধিক প্রার্থী নির্বাচন থেকে সরে যান। তাদের অভিযোগ ছিল, নির্বাচনে অংশ নিয়ে সরকারের কাছ থেকে টাকা পেয়েছেন জি এম কাদের। ভোটে নামিয়ে প্রার্থীদের খবর নেননি। গত নির্বাচনে জামানত হারানো শেরিফা কাদের সংরক্ষিত আসনে দ্বাদশ সংসদে যাবেন- এ খবরে বিরোধিতা নতুন মাত্রা পেয়েছে। বাদ পড়া প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে সংবাদ সম্মেলন করে জাপা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রায় ৭০০ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।