নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিঠা মেলা

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র উপদেষ্টা ড. নূরে এলিস আকতার জাহান ম্যাডামের উদ্যোগে ক্যাম্পাসে পিঠা মেলার আয়োজন করা হয়।
বুধবার পিঠা মেলা পরিদর্শন করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, মাননীয় প্রতিষ্ঠাতা উপাচার্য ও উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, প্রফেসর মোবাররা সিদ্দিকা, রাবি গনিত বিভাগের সাবেক অধ্যাপক ড. সুব্রত মজুমদার ও দীপিকা মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জুয়েল, কবি রেবেকা আসাদ প্রমুখ।
ক্যাম্পাস প্রাঙ্গণে পিঠা কারিগররা দিনব্যাপী পিঠা তৈরি করেন। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা পিঠামেলা উপভোগ করেন।