নলডাঙ্গার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা জীবন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪; সময়: ৭:৫৬ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।

নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার দুই ভাইয়ের আঘাতের অভিযোগে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন (২২) হত্যা মামলাটি নাটোর জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এ স্থানান্তর করার আদেশ জারি করা হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারী -২০২৪) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব অম্লান কুসুম জিষ্ণু উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

রাষ্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন মন্টু, বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল শুনানিতে অংশ নেন।

নিহত জীবনের চাচা আওয়ামিলীগ নেতা এস এম আলী ফকরুদ্দিন ফুটু মাষ্টার ও অধ্যাপক এস এম ফিরোজ জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হওয়ায় তারা সন্তুষ্ট। তারা আরো জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আশা করি আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন