প্রাথমিক বিদ্যালয় আর সরকারিকরণ নয়

পদ্মাটাইমস ডেস্ক : নতুন করে আর প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। দেশের ৫১ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার নিবন্ধনের আওতায় আনছে বলেও জানান তিনি।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্ন উপস্থাপিত হয়।
প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, বর্তমানে দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫১ হাজার ২৬। নতুন বিধিমালার আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলমান। তবে বেসরকারি (প্রাথমিক) শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৫টি।