রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক, রাবি : বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪। অনুষ্ঠানটির রাজশাহী বিভাগীয় আয়োজনে এ বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
দিনব্যাপী এই আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ের ২০০ শিক্ষার্থী অংশ নেন। সারাদিন লিখিত প্রশ্নে পরীক্ষা ও বিকেলে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে ফলাফল ও বিজয়ী ২০ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিউল আলম ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, গণিত বিভাগের অধ্যাপক জাকির হোসেন, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার ব্যবস্থাপক মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় অলিম্পিয়াড ২০২৪ এর সমন্বয়কারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড হামিদুল ইসলাম।