শিক্ষক দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪; সময়: ১২:১২ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জোহার মৃত্যুবার্ষিকী ও শিক্ষক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি পালন করে সংগঠনের সংবাদকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জোহা চত্বরে এক মিনিটি নিরবতা পালন এবং এক সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এসময় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলুর সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি লাবু হক।

সভাপতি লাবু হক বলেন, আজ ১৮ ফেব্রুয়ারি। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন আইয়ুব বিরোধী আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহীদ ড. শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে জীবন দেন।

ড. জোহার আত্মত্যাগের মাধ্যমেই তৎকালীন আইয়ুব বিরোধী আন্দোলন বেগবান হয়েছিল। তিনি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। কিন্তু এটি ৫৫ বছরেও স্বীকৃতি পায় নি।

তিনি আরও বলেন, আমরা সাংবাদিকতা করি। আমাদের দায়িত্ব থাকবে নিজেদের বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এই দিবসটি যেন আগামীতে জাতীয় শিক্ষক দিবসের স্বীকৃতি পায় সে লক্ষ্যে কাজ করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মী হিসেবে ড. জোহার প্রতি সম্মান অটুট রেখে ছাত্রদের জন্য তার আত্মত্যাগ সবার কাছে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

কর্মসূচিতে অন্যদের মধ্যে রাবি রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক স্বজন রায়, সাংগঠনিক সম্পাদক মাহবুব বিল্লাহ, অভ্যর্থনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন, দপ্তর সম্পাদক আলজাবের আহমেদ, কার্যনির্বাহী সদস্য আলিম খান ফারহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন