সিরাজগঞ্জে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করায় শিক্ষক আটক
প্রকাশিত:
মার্চ ৪, ২০২৪; সময়: ৬:২৫ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফের গুলিতে আহত হয়েছেন আরাফাত আমিন নামে এক ছাত্র।
সোমবার (৪ মার্চ) বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত আরাফাত আমিন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে।
অধ্যক্ষ ডা. আমিনুল হোসেন বলেন, শিক্ষক ডা. রায়হান শরীফ আমাদের ছাত্র আরাফাতের উরুতে গুলি করে। এতে পুলিশ ওই শিক্ষককে আটক করেছে। এদিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘিরে রেখেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শহিদ মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্রকে গুলির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আটক করা হয়েছে ঐ শিক্ষককে ।