রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ
প্রকাশিত:
মার্চ ৬, ২০২৪; সময়: ৭:১৫ pm | 
খবর > শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে চার শিফটে গড় উপস্থিতি ৯১ শতাংশ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে গড় উপস্থিতির হার ৯১ শতাংশ।
জানা গেছে, এবার ‘এ’ ইউনিটে ১ হাজার ৮৭২টি সিটের বিপরীতে আবেদন পড়ে ৭৪ হাজার ৭৮৫টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৪০ জন ভর্তিচ্ছু। এক ঘন্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ণ করা হয়। এতে ন্যূনতম পাশ নম্বর ছিল ৪০।
উল্লেখ্য, আগামীকাল বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। বি ইউনিটে আবেদনকারী ৩৪ হাজার ৫৪১ জন।