রবিউল আলমের নির্বাচনী ইশতেহারে যা আছে

নিজস্ব প্রতিবেদক : ৮মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন প্রচারণায় গোদাগাড়ী উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম নির্বাচনী ইশতেহার জনগণের মাঝে তুলে ধরেন। তার নির্বাচনী ইশতেহারে স্বচ্ছ, স্মার্ট ও জবাবদিহি মূলক উপজেলার গড়ে তোলার পাশপাশি ১২ টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে-
১। কোন প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্তা না থেকে সবার জন্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করা।
২। সরকারি অনুদানের সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করা।
৩। উপজেলার অতিমফস্বল এলাকায় আধুনিক সুবিধার সম্প্রসারণ ঘটানো।
৪। সকল স্তরে শিক্ষার মানবৃদ্ধি ও টেকসই করা।
৫। প্রতিটি স্তরে সরকারি ও বেসরকারী বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করা।
৬। তরুণ ও নতুন প্রজন্মকে মাদক থেকে ফিরিয়ে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত ও উৎসাহ প্রদান করা।
৭। আধুনিক কৃষি ব্যবস্থায় উন্নত যান্তিকীকরণ ও কৌশলগত ব্যবহার সুনিশ্চিত করা।
৮। স্বাস্থ্য বিষয়ে সমন্বয় করে সরকারি হাসপাতালগুলোর গতিশীলতা বৃদ্ধিকরা।
৯। মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর মান উন্নয়ন বৃদ্ধি করা।
১০। সামাজিক অবক্ষয় রোধ ও অধিকার প্রতিষ্ঠায় সুশিল সমাজ, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে ঐক্যমত তৈরী করা।
১১। বিবিধ ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা।
১২। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা।