অমুসলিমকে দান করলে কি সওয়াব পাওয়া যায়

প্রকাশিত: মে ১০, ২০২৪; সময়: ২:০৭ pm | 
খবর > ধর্ম

পদ্মাটাইমস ডেস্ক :  প্রশ্ন : অমুসলিমকে দান করলে কি সওয়াব পাওয়া যায়?

উত্তর : ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। স্বভাবজাত দ্বীন ইসলাম। ইসলাম মানুষের কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করে। ওলামায়ে কেরাম বলেন, গরিব-অসহায় অমুসলিমকে দান করলে সওয়াব পাওয়া যাবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক বেশ্যা নারী এক পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহতায়ালা তার জীবনের সব গুনাহ মোচন করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নিয়েছেন।

তবে মুসলিমদের সঙ্গে যুদ্ধরত কোনো কাফেরকে দান করা বা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা করা জায়েজ নেই। আল্লাহতায়ালা বলেন, ‘দ্বীন-ইসলামের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন।’ [সূরা মুমতাহিনা : ৮]।

অনুরূপ কোনো অমুসলিমকে হারাম কাজের উদ্দেশ্যে দান করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সহায়তা কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা কর না।’ [সূরা মায়িদা : ২]।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন