বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: মে ১০, ২০২৪; সময়: ২:২৬ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান।

বৃহস্পতিবার বিকালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠকে অনুষ্ঠিত বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ হাইকমিশন অফিসের দুজন রাজনৈতিক কর্মকর্তা এতে অংশ নেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন