সৃষ্টিকর্তাকে নিয়ে হৃদয়স্পর্শী অনুভূতি গোল্ডেন জিপিএ-৫ শিক্ষার্থীর
প্রকাশিত:
মে ১৩, ২০২৪; সময়: ৩:৪৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ালিহা বলে, পড়াশোনাসহ সব কিছু যদি ডিসিপ্লিনে আনতে চান অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ আমাকে ডিসিপ্লিনে আনতে নামাজ অনেক সাহায্য করেছে। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে জীবন অত্যন্ত সহজ হয়।
রোববার সারা দেশে এসএসসির ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী এমন অনুভূতি প্রকাশ করে।
ওয়ালিহা বলে, আমরা যমজ দুই বোন একসঙ্গে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আমাদেরও ফলও একই হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের দুই বোনের মধ্যে পড়াশোনা নিয়ে চলত তীব্র প্রতিযোগিতা। এতে আমাদের ভালো ফলে সহযোগিতা করেছে।