হাইকোর্টে ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত: মে ১৪, ২০২৪; সময়: ১২:৫৮ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ বিষয়ে আদেশ হবে আগামী সপ্তাহে।

এর আগে, বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে এই বিএনপি নেতাকে তলব করেন হাইকোর্ট। ইউটিউবে বিচার বিভাগ নিয়ে তার দেয়া এক বক্তব্য গত ২৯ এপ্রিল আদালতে উপস্থাপন করা হয়।

শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একইসঙ্গে, ইউটিউব’সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ভিডিও ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে, বিটিআরসির চেয়ারম্যানকে আদেশ দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন