আত্রাইয়ে বিএনপির সেই নেতাকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির সদস্য একরামুল বারীকে বহিস্কার করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এই বহিস্কারাদেশ দেয়া হয়। এর আগে ৪৮ ঘন্টার সময় দিয়ে বিএনপির এই নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছিলো।
সূত্র মতে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিতে গত ১৫ এপ্রিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এরপরেও আত্রাই উপজেলা বিএনপির সদস্য একরামুল বারী দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেও গত ১২ মে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এতে দলীয় শৃংখলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা ও দলের সিদ্ধান্ত উপক্ষো করে নির্বাচনে অংশগ্রহণ করায় গত ১৩ মে ৪৮ ঘন্টার সময় দিয়ে কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়।
এরপর বুধবার একরামুল বারীকে দলীয়গঠনতন্ত্র মোতাবেক বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।
এ ব্যাপারে বিএনপি নেতা একরামুল বারী জানান, এখন পর্যন্ত কারণ দর্শানোর নোটিশ আমার কাছে পৌঁছায়নি, ফলে জবাব ও দিতে পারিনি। এরই মধ্যে ফেসবুকের মাধ্যমে জানতে পারছি আমাকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট বলেন, বুধবার রাতে একরামুল বারীকে বহিস্কারের একটি অনুলিপিপত্র পেয়েছি।