নিজেকে যোগ্য করে তৈরি করতে দরকার ট্রেনিং, টিচিং : ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ইবি : নিজেকে যোগ্য করে তৈরি করতে দরকার ট্রেনিং, টিচিং এবং টেকনোলজির সমন্বয় সাধন- বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
রবিবার (১৯ মে) পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ইবি উপাচার্য বলেন, এটি একটি ডাইনামিক এবং ট্রান্সফরমেটিভ প্রোগ্রাম যার উদ্দেশ্য আমাদের শিক্ষার্থীদের যোগ্য ও কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি তাদের হাতে কলমে দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা করে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করা এবং অর্জিত জ্ঞান কিভাবে কাজে লাগানো যায় তাও শেখানো। আইসিটি এবং সিএসই’র পাশাপাশি আমাদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন। এসবের ফলে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও সমান যোগ্য হয়ে যেকোন জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারবে। এভাবে যদি তরুণ প্রজন্মকে কাজে লাগানো যায় তবে স্মার্ট এবং স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সময়ের ব্যাপার।
তিনি আরো বলেন, আমাদের যুবকরা যেন কর্মক্ষম হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে নিজেদের নিয়োজিত করতে পারে সেই লক্ষ্যেই এই আয়োজন। আমাদের অন্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে। দেখা যায় ১ জন কাজ করে বাকি ৫ জন তার উপর নির্ভর করে। এই নির্ভরতা কমানোর জন্য একাডেমিকের সাথে ইন্ডাস্ট্রিয়াল বিষয় যুক্ত করে উদ্বুদ্ধ করতে হবে। এতে একজন মানুষ নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারবে এবং সেখানে একটি প্ল্যানিং থাকবে, উৎপাদন থাকবে এবং উৎকর্ষতা তৈরি হবে। পড়াশোনা করে আমরা অকেজো বা বোবা হয়ে থাকবো না। নিজেকে যোগ্য করে তুলতে আমাদের টিচিং, ট্রেইনিং এবং টেকনোলজির সমন্বয় সাধন করতে হবে। তবেই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা যাবে।
সকাল সাড়ে ১০টায় শুরু এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের ইডিজিই (এনহেন্সিং ডিজিটাল গাভার্ণমেন্ট এন্ড ইকোনমি) প্রজেক্টের পরিচালক এবং যুগ্ম-সচিব মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রামের সমন্বয়ক প্রফেসর ড. মোঃ ফারুকুজ্জামান খান এবং ইডিজিই প্রজেক্টের স্মার্ট লিডারশীপ একাডেমির স্পেশালিস্ট ড. মোঃ মাজহারুল হক।
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রামের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ রবিউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সফট বিডি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার আতিকুল ইসলাম খান স্পেশালিস্ট হিসেবে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান এবং নাবিলা আনজুম নিশু।