বাঘায় প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন ৮ প্রার্থী

প্রকাশিত: মে ২০, ২০২৪; সময়: ৪:৫৮ pm | 
খবর > নির্বাচন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাঘা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা উপজেলায় ভোটগ্রহণ হবে ৫ জুন ২০২৪। ইতোমধ্যেই প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন চূড়ান্ত প্রার্থীরা। সোমবার (২০ মে) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এ ধাপের নির্বাচনে ৯জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মাঠ থেকে সরে যান চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান (পিন্টু)।

এখন ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন- চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থী। চেয়ারম্যান পদে ২ জনের মধ্যে, মোটরসাইকেল প্রতীক পেয়েছেন- বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দীন (লাভলু), আনারস প্রতীক পেয়েছেন রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি রোকনুজ্জামান (রিন্টু) ।

ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস-টিয়াপাখী, উপজেলা যুবলীগের সভাপতি কারুজ্জামান (নিপ্পন)- বই, হাফেজ মাওলানা মেহেদী হাসান (মিনার) পেয়েছেন টিউবওয়েল প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে কলস প্রতীক পেয়েছে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন (লতা), প্রজাপতি প্রতীক পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ (রুমি)।

ফুটবল প্রতীক পেয়েছেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন।

এদিকে দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হলেও মাঠ ছাড়েননি ফারহানা দিল আফরোজ (রুমি)। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন বলেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন