লালপুর উপজেলায় শামীম আহমেদ সাগর চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশিত:
মে ২২, ২০২৪; সময়: ৩:৪০ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, লালপুর : মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শামীম আহমেদ সাগর (কাপ পিরিচ) ৩০ হাজার ৫শ ১৪ ভোট পেয়ে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী আফতাব হোসেন ঝুলফু পেয়েছেন ২৬ হাজার ৯শ ৯৭ ভোট।
এছাড়া তৌহিদুল ইসলাম বাঘা ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মাহফুজা খাতুন ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার আনুষ্ঠানিকভাবে বেসরকারী ফলাফল ঘোষণা করেন।