মোহনপুরে চেয়ারম্যান প্রার্থী এনামুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশিত: মে ২৬, ২০২৪; সময়: ১:৫৩ pm | 
খবর > নির্বাচন

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : আসন্ন ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার সকাল ১০টার দিকে মোহনপুর বাজারস্থ শাহ আলম মার্কেটে ঘোড়া প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন চেয়ারম্যান প্রার্থী এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সুলতান আলী, মোহাম্মদ আলী দুলাল, সাবেক চেয়ারম্যান হোসেন আলী, সুরজিৎ সরকার, বেলাল হোসেন সরকার, জাহাঙ্গীর আল মিলন বিশিষ্ঠ ব্যবসী আবুল হোসেন, মোতুজা হোসেন, আশরাফুল আলম, মজিবুর রহমান মাষ্টার।

ইশতেহারে তিনি উল্লেখ করেন, মোহনপুর উপজেলা অপরূপ সৌন্দর্য্য এবং পানের জনপদ। মহান স্বাধীনতা সংগ্রামে এ অঞ্চলের মানুষের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে।

উন্নয়ন-শিক্ষা-সংস্কৃতি, যোগাযোগ, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থানসহ অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মোহনপুর।

তাই সবদিক থেকে মোহনপুর উপজেলাকে একটি সমৃদ্ধশালী, স্মার্ট, দুর্নীতিমুক্ত, ন্যায়-পরায়ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এনামুল হক এলাকার সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-উলামা, যুব ও তরুণ সমাজসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

আপনাদের মহামূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে- উপজেলার প্রধান প্রধান সড়কগুলোর সংস্কার ও টেকসই পাকাকরণ, ব্রীজ-কালভার্ট নির্মাণ, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের সকল বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট এবং নান্দনিক উপজেলা গড়ে তোলা হবে। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের সমন্বয়ে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে।

কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাজশাহী কলেজ, বিশ্ববিদ্যালয় পরিবহন সেলে যোগাযোগ পূর্বক কেশরহাট পর্যন্ত পরিবহন ব্যবস্থা করার অঙ্গীকার। অসচ্ছল, প্রতিবন্ধী, মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের লেখাপড়ার জন্যে-শিক্ষা ট্রাস্ট গঠন করে শিক্ষাভাতা প্রদান করা হবে।

ইউনিয়ন ভিত্তিক ত্রৈমাসিক সভা করে সমস্যা চিহ্নিত করে সকলের সহযোগিতায় তাৎক্ষণিক সমাধানে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। গুরুত্বপুর্ণ উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা হবে এবং শতভাগ আধুনিকায়ন এবং বিশুদ্ধ পানি ও নিরাপদ স্যানিটেশনের আওতাভুক্ত করা হবে।

নতুন প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল প্রাথমিক, মাধ্যমিক, কলেজগুলোর লেখাপড়ার মান-বৃদ্ধিসহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।

এক্ষেত্রে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলমতের উর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

ইশতেহারে চেয়ারম্যান প্রার্থী এনামুল হক আরও উল্লেখ করেছেন, মোহনপুর একজন নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সব-সময় মোহনপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সব-সময় এলাকার মানুষের খোঁজ-খবর নিয়েছি এবং মোহনপুরে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করেছি।

মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে সেগুলো অনেক ক্ষেত্রে পূরণ করা সম্ভব। এজন্য উপজেলা নির্বাচনে আগামি ২৯ মে আপনারা ঘোড়া মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানাচ্ছি।

প্রসজ্ঞত চেয়ারম্যান প্রার্থী এনামুল হক ১৯৬৩ সালে সালের ১১ নভেম্বর ই মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা জহির উদ্দীন মোল্লা ও মাতা আঙ্গুর বেগম ৫ ছেলে ও ৭ মেয়ের মধ্যে এনামুল হক দ্বিতীয়।

এনামুল হক ছোট থেকেই দূরন্ত ও মেধাবী। এনামুল হক অন্যের বিপদে-আপদে সর্বদাই পাশে থাকতেন। সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে থাকেন অগ্রভাগে। এভাবেই ধীরে ধীরে হয়ে উঠেন জনতার সেবক।

তিনি মোহনপুর পাইলচ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি কম সম্মান এবং এম কম ডিগ্রি অর্জন করেন। তিনি সহকারী (ভূমি) কর্মকর্তা হিসেবে অবসব গ্রহণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন