ছেঁড়া জামা পড়ে হজে চাঁপাইনবাবগঞ্জের কৃষক বাবর আলী

প্রকাশিত: জুন ৭, ২০২৪; সময়: ৬:৩৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক : ছেঁড়া জামা পড়ে মক্কায় হজ্জ করতে গিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক বাবর আলী ও তার স্ত্রী । কৃষি কাজের জমানো কিছু টাকা আর জমি বিক্রি করে স্ত্রীকে নিয়ে হজে গিয়েছেন বৃদ্ধ বাবর আলী।

কষ্টের টাকায় নবীজির রওজা মোবারক দেখার সৌভাগ্য হলেও তিনি কিনতে পারেনি নতুন পোশাক। তাই হয়তো পুরোনো পোশাক পড়েই হজ্জে গিয়েছেন।

গণমাধ্যমে উঠে এসেছে এমনি চিত্র । এক ভিডিওতে দেখা যায় বাবর আলীর পরিহিত পাঞ্জাবি,লুঙ্গি ও জুতা সবকিছুই পুরাতন । এমনকি তার পরহিত জামার পকেটও ছেঁড়া । যা বেশ ভালো ভাবেই বোঝা যাচ্ছে ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাসিন্দা বাবর আলী। তিনি পেশায় একজন কৃষক । বহু বছরের স্বপ্ন পুরনের আশায় কৃষি কাজ করে অনেক কষ্টে জমানো ও জমি বিক্রির কিছু টাকা দিয়ে স্ত্রীকে নিয়ে হজে গিয়েছেন।

কৃষক বাবর আলী গণমাধ্যমকে জানান, তার শেষ ইচ্ছে ছিলো হজ্জ করা । পয়সা কড়ি অনেক কষ্ট করে জোগার করতে হয়েছে । আর আর্থিক অবস্থা ভালো না থাকায় নিজের পোশাকের দিকে নজর দিতে পারেননি । শুধু মাত্র আল্লাহকে খুশি করতে এবং গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হাজির হয়েছেন মক্কায় ।

আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ শিশুর মত হয়ে পরকালে পাড়ি দিতে পারায় এখন এই বৃদ্ধর শেষ ইচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন