মমতা নার্সিং ইন্সটিটিউটের ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মমতা নার্সিং ইনস্টিটিউটের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন শনিবার নগরীর বহরমপুরে অবস্থিত মমতা নার্সিং ইনস্টিটিউ বিল্ডিংয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। ৮ ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনদের অভিষেক অনুষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ডি এম জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাভবন গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ব্যারিস্টার দেওয়ান মামুনুর রশিদ।
মমতা নার্সিং ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলিউর রহমান বাবু, ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমি, মেডিমেট ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল ম্যানেজার মাইনুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমূখ ।
নার্স বান্বব মাননীয় প্রধানমন্ত্রীর নার্সিং খাতে যুগান্তকারী বহুমাত্রিক পদক্ষেপ স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মনিরুজ্জামান, কিশোরগঞ্জ থেকে আগত নবীন শিক্ষার্থী ইন্না,৭ম ব্যাচের সিনথিয়া, খাগরাছড়ির মুনিয়া।
গ্লোবাল ইকোনোমিতে প্রোফেশনাল প্রসপেক্টাস টপিকসে নথিদীর্ঘ ইংরেজিতে বক্তব্য দেয় ভাইস প্রিন্সিপাল খাতিবা খাতুন, ইন্সট্রাক্টর আকাশ ও ৭ম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা খাতুন। নার্সিং শিক্ষার উচ্চতর শিক্ষায়তন ও কর্মসৃজনে সরকারের বহুধা উদ্যোগের উধৃতি করে নার্সিং শিক্ষা ও গ্লোবাল সম্ভাবনা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীরা উচ্ছ্বসিত প্রশংসা করে মতামত দেন । অনুষ্ঠান শেষে হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।