জন্মদিনে কামারুজ্জামানের সমাধিতে জেলা যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দ। বুধবার বেলা ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে কামারুজ্জামানের আত্মার মাগফিরত কামনায় বিশেষ দোয়া খায়ের করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, আরিফুল ইসলাম রাজা, মোজাহিদ হোসেন মানিক, কাজী মোজাম্মেল হক, হাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান, ফয়সাল আহমেদ রুনু, যুবলীগ নেতা মুক্তার হোসেন, শিহাব চৌধুরী প্রমুখ।
বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও জেলা, উপজেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।