দ্বিতীয় দফায় স্থগিত রাবির ১ম বর্ষে পাঠদান শুরুর কার্যক্রম
প্রকাশিত:
জুলাই ১১, ২০২৪; সময়: ২:০৬ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাওয়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির পাঠদানের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় স্থগিত হলো প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার তারিখ।
বৃহস্পতিবার (১১ জুলাই) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে বলা হয় এই বিজ্ঞপ্তিতে।
এর আগে, ১ জুলাই থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে পেনশনসংক্রান্ত নতুন নীতিমালা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে তা পেছানো হয়েছিল। তখন বলা হয়েছিল ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।