ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রকাশিত:
জুলাই ১২, ২০২৪; সময়: ১০:৫৪ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে ইসরায়েলি ব্যক্তি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ জুলাই) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে তিন ইসরায়েলি নাগরিক, চারটি বসতি চৌকি। এছাড়াও, কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে। ‘লেহাভা’ নামের এই সংগঠন ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত। যার সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি।
সহিংসতা, বেসামরিকদের জন্য হুমকি, সম্পদ জব্দ এবং পশ্চিম তীরের নিরাপত্তার জন্য হুমকি তৈরি, এসব অভিযোগে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও ট্রেজারি বিভাগ।