বাগমারায় যুবদলের শুভেচ্ছা মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা যুবদল, ভবানীগঞ্জ পৌরসভা ও তাহেরপুর পৌর যুবদলের উদ্যোগে শুভ্চ্ছো মিছিল অনুষ্ঠিত হয়েছে। যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি কে অভিনন্দন জানিয়ে শনিবার (১৩জুলাই) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুহাটা থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক পথ সভায় মিলিত হয়।
বড় বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জজ এর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় যুবদল কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি, নুরুল ইসলাম নয়ন কে সাধারন সম্পাদক, রেজাউল করিম পল কে সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেক কে এক নম্বর যুগ্ম সাধারন সম্পাদক, কামরুজ্জামান জুয়েল কে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেল কে দপ্তর সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে ধন্যবাদ জানানো হয়।
এদিকে যুবদলের ওই মিছিল বাজার প্রদক্ষিন শেষে আলুহাটায় এক পথসভায় মিলিত হয়। এসময় উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, বড় বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন।
এসময় উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।