গেটের তালা ভেঙে মিছিল নিয়ে বের হয়েছেন ইডেনের ছাত্রীরা

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪; সময়: ১:৩৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে গেটের তালা ভেঙে বের হয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে কলেজের আবাসিক এলাকা সংলগ্ন ফটকের তালা ভেঙে বের হয়ে আসেন তারা। এসময় ঢাকা কলেজের অর্ধশতাধিক কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী গেটের সামনে অবস্থান করেছিলেন।

ইডেনের শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতকাল রাত থেকেই কোটাবিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি পালনে বাধা দিয়ে আসছিলেন হল ছাত্রলীগের নেতারা। রাতে একপর্যায়ে তাদের বাধা উপেক্ষা করেই বাইরে আন্দোলনে বের হন শিক্ষার্থীরা। আজও সকাল থেকে প্রতিটি হলের নিচে তালা মেরে শিক্ষার্থীদের বাইরে বের হতে দিচ্ছিলেন না। এসময় সবাই সম্মিলিতভাবে গেট খুলে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও মূল ফটকে তখন তালা ঝুলিয়ে দেওয়া হয়। অবশ্য বেশ কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন।

জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থী বলেন, সকাল থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিটি হলের গেটে এবং নিচে অবস্থান নিয়েছেন। তারা কাউকে বাইরে বেরিয়ে আসতে দিচ্ছেন না। গতকাল রাতে যারা আন্দোলনে গিয়েছে তাদেরকেও মারধর করা হয়েছে। যার যার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কেন তারা এমন করছে সেটি আমরা জানি না। সবশেষ গেটের তালা ভেঙে আমরা বাইরে বেরিয়ে আসতে পেরেছি।

সাবিহা আক্তার নামে আরেকজন শিক্ষার্থী বলেন, আজকের মিছিলে যেন অংশ না নেই সেজন্য সবাইকে এই হুমকি-ধামকি দেওয়া হয়েছে। সবার রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখন আমরা সবাই মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাচ্ছি।

অপরদিকে কোটা বাতিল ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জড়ো হচ্ছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন