কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান পার্টির সম্মেলনে হাজির ট্রাম্প

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪; সময়: ২:১৩ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : শনিবার ডান দিকের কানে গুলির আঘাত পাওয়ার পর দু’দিন পর ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নিজের দল রিপাবলিকান পার্টির সম্মেলনে হাজির হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর মিলওয়াউকিতে সোমবার হয়েছে এই সম্মেলন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডান দিকের কানে সাদা রঙের ব্যান্ডেজ নিয়ে যখন সম্মেলনকক্ষে প্রবেশ করেন ট্রাম্প, সেসময় আসন থেকে দাঁড়িয়ে উচ্ছ্বসিতভাবে তাকে অভিনন্দন জানান সম্মেলনে উপস্থিত রিপাবলিকান পার্টির ২ হাজার ৪শ’ জনেরও বেশি নেতা-কর্মীদের প্রত্যেকে। এসময় সবাই “ইউএসএ!” “ইউএসএ!” স্লোগান দিচ্ছিলেন।

নীল স্যুট এবং নিজের ট্রেডমার্ক লাল রঙের টাই পরিহিত ট্রাম্প হাসিমুখে হাত নাড়িয়ে নিজ দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান ট্রাম্প। তারপর আসন্ন নির্বাচনে নিজের রানিং মেট এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে.ডি. ভ্যান্সের কাছে গিয়ে তার সঙ্গে হাত মিলিয়ে সম্মেলন কক্ষের ভিআইপি বক্সের একটি আনে বসেন। এদিন সম্মেলনে কোনো বক্তব্য দেননি ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। তবে ২০২০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।

চলতি বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দু’জন।

গত শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে ডান কানে গুলিবিদ্ধ হন ট্রাম্প, নিহত হন এক রিপাবলিকান পার্টির সমর্থক এবং গুরুতর আহত হন আরও একজন। টমাস ম্যাথিউ ক্রুক নামের যে ২০ বছর বয়সী তরুণ এই হামলা চালিয়েছিলেন, তিনিও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন