পুঠিয়ায় রাস্তা কারপেটিং কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকায় মৎস্য খামারের সামনে থেকে ২০১ মিটার কারপেটিং রাস্তা নির্মাণে নিম্ন মানের ইট এবং খোয়া ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে অনিয়মের অভিযোগ পাওয়াযায়। কাজের স্থানে পুঠিয়া পৌরসভার কেউ না থাকায় ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করে কাজ করে চলেছে।
পুঠিয়া পৌরসভা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভা এলাকায় মৎস্য খামারের বিপরীতে কাঁঠালবাড়িয়া শেরপাড়া কালামের দোকান থেকে রমিজের জমি পর্যন্ত প্রায় ২০১ মিটার কারপেটিং রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এই কাজটি পুঠিয়া পালোপাড়ার ঠিকাদার সাকিব পুঠিয়া পৌরসভা থেকে টেন্ডার প্রাপ্ত হয়ে রাস্তার কাজ শুরু করে। পুঠিয়া বাজার এলাকায় একটি এবং শেরপাড়া এই দুই কারপেটিং রাস্তা নিমাণ কাজে ব্যায় ধারা হয়েছে প্রায় ৫৪ লক্ষ টাকা।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, কালামের দোকানের সামনে নিম্ন মানের ইট এবং বিপরীতে নিম্ন মানের খোয়া রাখা হয়েছে। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে নিম্নমানের খোয়া রাখা হয়েছে। এছাড়া রমিজের জমির পার্শ্বে সেখানে কিছু ভালোমানের খোয়া রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভালো এবং নিম্নমানের ইট ব্যবহার করছে ঠিকাদারের লোকেরা। তবে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে স্থানীয়রা। এ ব্যাপারে ঠিকাদার সাকিব এর মোবাইল ফোনে ফোন করা হলে তিনি রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুঠিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছি। ওখানে কোন ধরনের নিন্মমানের ইটের খোয়া দিয়ে কাজ করতে পারবে না আমরা বলে দিয়েছি। তিনি কথা দিয়েছেন কোন রকম এক নম্বর ইট ছাড়া কাজ হবে না। খারাপ ইট পরিবর্তন করে নেওয়ার ব্যবস্থা করছে।