বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির মাসিক সভা

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪; সময়: ৯:০৪ pm | 
খবর > রাজশাহী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির মাসিক সভা বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দীন টিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভার শুরুতেই দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্¦ জাকিরুল ইসলাম সান্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য মাষ্টার আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও বীরমুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মহরী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বানু, কার্যকরি কমিটির সদস্য জাহাঙ্গীর আলম হেলাল, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেনা সার্জেন্ট আবুল কালাম আজাদ, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বকুল খরাদী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল মজিদ, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, কাচারী কোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেলল হক, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার বিএসসিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫ আগষ্ট উদযাপন ও এলাকার উন্্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন