দশ দিনে গাজার ৮ স্কুলে হামলা, নিহত কয়েকশ’

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪; সময়: ১১:১৩ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : অবরুদ্ধ গাজায় গেল দশ দিনে ৮টি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। হত্যা করা হয়েছে সেখানে আশ্রয় নেয়া কয়েকশ’ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে। সবশেষ গাজা সিটির কায়রো স্কুলে হামলায় তিন শিশুসহ ৯ জন নিহত হয়।

ইসরায়েলের এই বর্বরোচিত হামলা যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি।

ইসরায়েলি কার্যক্রমকে ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা অভিহিত করেছেন ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। এদিকে, ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৮১ ফিলিস্তিনি। এ নিয়ে ৯ মাসে ইসরায়েলি হামলায় প্রায় ৩৯ হাজার মানুষের প্রাণ গেছে।

অপরদিকে, পশ্চিম তীরে হত্যাযজ্ঞ এবং ধরপাকড় অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। জেনিন শরণার্থী শিবিরে নাগরিকদের হত্যার হুমকি দিয়ে লিফলেট বিলি করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন