দেশব্যাপী সহিংসতার দায় বিএনপি-জামায়াতের: কাদের

প্রকাশিত: জুলাই ২১, ২০২৪; সময়: ৭:১৭ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন থেকে দেশব্যাপী সহিংসতার দায় বিএনপি-জামায়াতের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২০ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার কোটা সংস্কারের দাবি মেনে নিলেও থামেনি রাষ্ট্রীয় সম্পদসহ দেশজুড়ে সহিংসতা। এর দায়  বিএনপি-জামায়াতের। কোমলমতি শিক্ষার্থীরা কোনোভাবেই সহিংসতার সঙ্গে জড়িত নয়।

কোটা সংস্কার আন্দোলন এখন বিএনপি-জামায়াতের হাতে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে কঠোর অবস্থানে এখন সরকার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এরা (বিএনপি-জামায়াত) এখন পুরানো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। তারা আগুন জ্বালাচ্ছে, ভাঙচুর করছে, আক্রমণ করছে। আমরা সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আইন প্রয়োগকারী সংস্থা, নিরাপত্তা সংস্থাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঘরে বসে থাকার সময় নেই। বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরতে চাই।’

প্রধানমন্ত্রীকে নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গণভবনে প্রধানমন্ত্রী। কেন গুজব ছড়াচ্ছেন? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছেন। শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা। শেখ হাসিনা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে মরে যাবেন, কিন্তু মাথা নত করবেন না। শেখ হাসিনা কোনোদিনও পালিয়ে যাবেন না। মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে আপনাদের নেতা।’

কারফিউর বিষয়ে কাদের বলেন, কারফিউর কারণে মানুষের সাময়িক দুর্ভোগ হচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াতের ব্যাপক ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে জনগণের জানমাল রক্ষায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রী কারফিউ জারি করেছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই কারফিউ শিথিল করা হবে।

সমাবেশের আগে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজায় কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন