বাগমারায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪; সময়: ৩:০৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। ’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেশীয় প্রজাতির মৎস্যসহ সব ধরনের মৎস্য চাষ এবং সংরক্ষণে সংবাদ কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এই মৎস্য কর্মকর্তা।

মতবিনিময়কালে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মৎস্য কর্মকর্তা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, হেলাল উদ্দিন, উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, মাহফুজুর রহমান প্রিন্স, নুর কুতুবুল আলম প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন