বাগমারা উপজেলা মাসিক সমন্বয় সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মাসিক সমন্বয় কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৩১জুলাই ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বানু, সহকারি কমিশনার জোবায়ের হাবিব, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমূখ। একই সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, স্থানীয় সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিক ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় বাগমারার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।