সিরাজগঞ্জে আ.লীগের শোক মিছিল

প্রকাশিত: আগস্ট ১, ২০২৪; সময়: ২:২৬ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে আওয়ামী লীগের শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের হয়। তা শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোক মিছিল শেষ করে নেতাকর্মীরা বলেন, দেশে কথা সৃষ্টি, উন্নয়নে আঘাত করে বিএনপি জামাত আবারও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। তারা জনগণের জানমালের ক্ষতি সাধন করছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর মাঠে থেকে তাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সাধারণ জনগণের নিরাপত্তার জন্য প্রস্তুত থাকতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন