অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আ’লীগ নেতার আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাইস্কুল মার্কেটের ৫ ও ৬ নং দোকান মেসার্স এস আর ট্রেডার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজশাহীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স আদাল-২ এ অজ্ঞাত ৩শ থেকে ৪শ জনকে আসামী করে ২৮ আগস্ট মামলা ডায়ের করেছেন।
বাদী বেলপুকুর ইউনিয়নের মোল্লা জামিড়া গ্রামের রায়হানুল হকের ছেলে পুঠিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ রাজিবুল হক রাজিব। ২০২২ সালে বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এবং সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপির কাছের ও আস্তা ভাজন হওয়ায় তার বানেশ্বর বাজার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
মেসার্স এস আর ট্রেডার্সের প্রোঃ মোঃ রাজিবুল হক রাজিব বাদি হয়ে মামলাটি ডায়ের করেন মামলা নং ৪৮৯/২৪ (পুঠিয়া)। মামলাতে বাদী উল্লেখ করেন গত ৫ আগষ্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবর বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশ হলে দুর্বৃত্তকারী লোকজন রাত ৮ টার দিকে অজ্ঞাত ৩শ থেকে ৪শ জন দেশীয় অস্ত্র ও মশাল নিয়ে ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট করে। এতে ব্যবসা প্রতিষ্ঠানে গবাদী পশু, মুরগি ও মাছের খাবার, ভ্যাকসিন, ওষুধসহ বিভিন্ন মালামাল লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাদি রাজিবুল হক রাজিব বলেন, আমি আ’লীগের রাজনৈতি করি এটাই আমার অপরাধ। আমি গত ৫ জানুয়ারি ২০২২ সালের ইউনিয়ন পরিষদে নৌকার চেয়ারম্যান প্রার্থী ছিলাম এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ভাইয়ের সাথে চলাচলের কারণে গত ৫ আগষ্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই দুর্বৃত্তরা রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে কারো কোনো ক্ষতি করি নি। রাজনৈতিক হিংসার কারণেই তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লক্ষ টাকা মত ক্ষয়ক্ষতি করেছে।
এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন এই মামলার বিষয়ে এখন পর্যন্ত কেউ জানায়নি তাই এটা আমার জানা নেই।