বাগমারায় অগ্রগতি পর্যাালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪; সময়: ৬:০৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যাালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা বারো’টায় বাগমারা উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হাঙ্গার প্রজেক্ট পিস এম্বাসেডর গ্রুপ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ভবানীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, পিস এম্বাসেডর মাহফুজুর রহমান প্রিন্স প্রমুখ। সভায় পিএফজির সকল সদস্য, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন