পুঠিয়ায় গৃহবধূর আত্মহত্যা 

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪; সময়: ৮:৩৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) :রাজশাহীর পুঠিয়ায় রশিদা বেগম (৪৫) নামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা  করেছে। বুধবার ভোর রাতে পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। রশিদা একই উপজেলার দাসমাড়িয়া গ্রামের মৃত আমির উদ্দিনের মেয়ে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী রশিদা বেগম। ৩ দিন পূর্বে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি একই উপজেলার দাসমাড়িয়াতে বেড়াতে আসে। বুধবার ভোর রাতে হাটাহাটি করার উদ্দ্যেশে বেরিয়ে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর স্থানীয়রা নিরাঞ্জনের আমের বাগানে আমের গাছের ডালের সাথে দড়ি বেধে গালায় বেধে আত্মহত্যা করে। এ সময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘ দিন থেকে অসুস্থ ছিলেন। তারই সূত্র ধরে তিনি আতœহত্যা করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন