মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪; সময়: ৫:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মালেকুল খন্দকার ও তার বাবা পুশিদার খন্দকারসহ কমপক্ষে ৫জন গুরুতর আহত হয়ে মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মালেকুল খন্দকার ও তার বাবা পুশিদার খন্দকার মহাদেবপুর উপজেলার হাতুড় ইউপির উখরইল গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে মালেকুল খন্দকার বাদী হয়ে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি গ্রামের রমজান খন্দকারের ছেলে মাজিদুর রহমান,আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মাজিদুর রহমানের ছেলে সাজু, হরিরামপুর গ্রামের খলিল খন্দকারের ছেলে আবুল কাশেম খন্দকারসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য গত বুধবার দুপুরে মালেকুল তার বাবা ও আত্নীয়-স্বজনসহ কাঁটাবাড়িতে যান। সেখানে আলাপ আলোচনার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপরোক্ত বিবাদীদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩০/৪০ জনের তাদের উপর হামলা চালায়। হামলায় বাবা ছেলেসহ ৫জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে মাজিদুর রহমান বলেন, শরিকান জমিজমা ভাগবাটোয়ারা বিরোধ মিমাংসার জন্য বসা হলে উভয়পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত উল্লাহ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন