জয়পুরহাটে ২ দফা দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি স্থায়ী করণসহ দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি করেছেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা দুই দফা দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: সাইদুর রহমান, মো: হামিদুল হক, জুনিয়র ইঞ্জিনিয়ার মো: এন্তাজুল ইসলাম, লাইনম্যান জাকির হোসেন, মিটার রিডার সাদেকুল ইসলাম, লালন হোসেন, বিলিং সহকারী জোবায়দা খানমসহ সকল কর্মকর্তা কর্মচারীরা।
এসময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই রকম নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকারসহ, শোষণ, নির্যাতণ ও নিপীড়ন চলছে তাদের উপর। সেই সাথে গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি হয়ে আসছে। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় গণ স্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিকভাবেই তাদের দাবি দাওয়া বাস্তবায়নে চেষ্টা করে আসছে। কিন্তু সমিতির নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সাথে যুক্ত ভোলা পবিসের ২জন এজিএমকে
সাময়িক বরখাস্ত, ২জন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পিবিএসে বদলী এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ১জন ডিজিএম এবং ১ জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করেছে।
এতে ৮০টি পবিসের কর্মকর্তা ও কর্মচারী ক্ষুব্ধ হয়েছে। এ নিয়ে লাগাতার কর্মবিরতি করে আন্দোলন করেও কোন সমাধান মেলেনি। তবে আন্দোলনে থাকাকালীন জরুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল থেকে সকল ধরনের গ্রাহক সেবা চালু রেখেছে। তারা আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতি দেশের প্রায় ১২কোটি মানুষকে সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে। বিআরইবি দ্বারা নিয়ন্ত্রিত এসব সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিনিয়ত নানান বৈষম্যের শিকার হচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ানরা বলেন, লাইনম্যান গ্রেড-১ ও লাইন টেকনিশিয়ান পদে দীর্ঘ অনেকে ১৫ থেকে ১৭ বছর পর্যন্ত একই পদে কর্মরত থাকার পরও পদোনন্নতি হচ্ছে না। পল্লী বিদ্যুৎ সমিতিতে ওই পদ ফাঁকা থাকা সত্বেও পদোন্নতি না পাওয়াতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা। তাদের দাবী গুলো না মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।