১৭ বছর পরে প্রকাশ্যে বাগমারার তাহেরপুরে জামায়াতের কর্মী সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪; সময়: ৮:৫১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। তাহেরপুর পৌরসভা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ অক্টোবর বিকেলে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভা জামায়াতের আমির মাস্টার গোলাম মোস্তফা ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ্ সহ: সেক্রেটারি জামায়াতে ইসলামী রাজশাহী জেলা (পশ্চিম), আব্দুল আহাদ কবিরাজ, জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য, মো: রুবেল আলী সভাপতি ইসলামি ছাত্র শিবির (সাংগঠনিক জেলা রাজশাহী পূর্ব), ড. আব্দুর রহিম বাগমারা উপজেলা কর্মপরিষদ সদস্য, মাওলানা আবু মুসা জাওহারী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা উপজেলা শাখা। সম্মানীত অতিথি ছিলেন ডা. আব্দুল বারী বিশিষ্ট সমাজ সেবক ও পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক।

প্রধান আলোচক হিসাবে সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমির কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অহিদুল ইসলাম প্রমুখ।

তাহের পৌর সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তাপস কুমার পিন্টু, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যাপক সত্যজিৎ রায় তোতাসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহিদুজ্জামান মীর সূরা ও কর্মপরিষদ সদস বাগমারা উপজেলা শাখা।

প্রায় দীর্ঘ সতেরো বছর পর তাহেরপুর পৌর এলাকায় প্রকাশ্যে জামায়াতের সমাবেশে নেতা- কর্মী এবং সমর্থকদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন