কচুয়ায় মাদ্রাসা মাঠসহ অর্ধ শতাধিক পরিবার পানিবন্দি, চরম দুর্ভোগ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪; সময়: ৭:০৭ pm | 
খবর > আঞ্চলিক

মাসুদ রানা, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল গ্রামের অর্ধশতাধিক পরিবার আকস্মিকভাবে পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামের পালাখাল দ্বীনিয়া মাদ্রাসা মাঠের একই চিত্র। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, পাশের একটি স্কুলের মাঠ থেকে পাশ্ববর্তী দীঘিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া চারদিকের বিভিন্ন স্থান থেকে আসায় পানি জমে জলবদ্ধতা হয়।

বৃষ্টির পানি সরতে না পেরে এ অবস্থা তৈরি হয়েছে। কয়েক দিন ধরে এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। যার কারনে পালাখাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন দ্বীনিয়া মাদ্রাসা সহ প্রায় ৪টি বাড়ির লোকজন পানিবন্দি রয়েছে। এতে করে ওই বাড়ির লোকজন চরম দুর্ভোগে রয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, কয়েক দিনের বৃষ্টিতে সেখানে হাঁটুর ওপর পানি জমেছে। অনেক বাড়ির আঙিনাতেও পানি। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আগে এই এলাকায় জলাবদ্ধতা ছিল না। পানি চলাচলের নিরসন না থাকায় এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বৃষ্টি হলেই তারা আতঙ্কে থাকেন। পানি নিষ্কাশন না হওয়ায় তাদের বাড়িঘরে পানি ঢুকছে। পানির নিচে তলিয়ে থাকা সড়ক দিয়ে হেঁটে চলাচলের উপায় নেই বললেই চলে। যাতায়াতের বিকল্প কোনো পথ নেই। এই ভোগান্তি কবে দূর হবে তা জানেন না তারা।

ভুক্তভোগী শাহাদাত হোসেন,মিন্টু,মাওলানা মোস্তাফিজুর রহমান,বিল্লাল হোসেন সহ একাধিক লোকজন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় আটকে গেছি আমরা। পানি সরে না যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছি। মাদ্রাসার পাকের ঘরে পানি, শ্রেনি কক্ষে পানি। পানিবন্দী হয়ে রাতে না ঘুমিয়ে কাটাচ্ছি। হাঁটুসমান ময়লা পানি ডিঙিয়ে ছেলেমেয়েরা মাদ্রাসায় যেতে চায় না।

একই এলাকার সিরাজুল ইসলাম ও আমিন হোসেন বলেন, এ এলাকায় অর্ধশতাধিক পরিবারের লোকজন জলাবদ্ধতার কারনে পানিবন্দি। কিন্তু পানি সরার মতো ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত এক সপ্তাহ ধরে এলাকায় পানি জমে থাকায় যাতায়াত করতে পারছি না। জলাবদ্ধতা নিরসনে দ্রুত স্কুল কর্তৃপক্ষ,জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন