বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪; সময়: ১:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : ‘জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ‘বড়াল সভা’ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম লেলিন প্রমুখ।

আলোচনা সভায় সকল ইউপি সচিব, হিসাব সহকারী, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন