রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবি দুইজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবিকে কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করা হয়। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মাদক সেবন করে প্রতিনিয়ত পরিবারের লোকজনদের উপর অত্যাচার নির্যাতন করতো। পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহান (২৩) এবং খট্রেশ্বর গ্রামের আবুল কালামের ছেলে শাহিন (৩৫) কে নেশাগ্রস্থ্য অবস্থায় হাতে নাতে আটক করা হয়।
এরপর ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর সামনে অপরাধটি উদঘাটিত হওয়ায় মাদক সেবি সোহানকে এক মাসের এবং শাহিনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডিত দুইজনকে সোমবার দুপুরেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।