সিরাজগঞ্জে শামিম হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী গাজীপুরে আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম হোসেনকে উল্লাপাড়া উপজেলার বড়হরে অপহরণ হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীকে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে আটক করেছে র্যাব। আটককৃত নাহিদ শেখ (২৭) সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ফরিদ শেখের ছেলে।
র্যাব ১২ এর অধিনায়ক কামরুজ্জামান পিপিএম জানান, গত ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। রাত ১০টার পর থেকে তার খোঁজ মিলছিল না।
পরের দিন উপজেলার বড়হর দক্ষিণপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া গ্রামের শামসুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ফরিদ শেখের ছেলে নাহিদ শেখসহ আরো তিন জনকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন।
এরই প্রেক্ষিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ সদর কোম্পানি এবং র্যাব-১ সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর অভিযান পরিচালনা করে আমৃত্যু কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ শেখকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।