সরকারি চাকুরিতে ৩৫ বছরের দ্রুত প্রজ্ঞাপন চেয়ে নওগাঁয় মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪; সময়: ১:৩৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ বছর করার দ্রুত প্রজ্ঞাপন চেয়ে নওগাঁয় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর ) বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে সাধারন শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তারা বলেন- পৃথিবীতে শুধু বাংলাদেশ আর পাকিস্থান ছাড়া কোন দেশে সরকারী চাকুরির বয়সসীমা ৩০ এর কোঠায় নাই। এছাড়া পৃথিবীতে ১৯৫টি দেশের মধ্যে ১৬২ দেশে সরকারি চাকুরি’র বয়সসীমা ৩৫ এর উর্ধ্বে। অথচ পড়াশোনা শেষে মাত্র ৩-৪ বছর চাকুরির বয়সে সরকারি চাকুরি পাওয়া অসাধ্য প্রায়।

ফলে দেশে বেকারত্বের হার বৃদ্ধির কারন হতে পারে এই চাকুরিতে ৩০ বছর বয়স সীমা। দ্রুত প্রধান উদেষ্টার নিকট সরকারি চাকুরিতে বয়সসীমা ৩৫ বছর করে প্রাজ্ঞাপন জারি করার দাবি জানান শিক্ষার্থীরা।

৩৫ বছর প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে শেখ নাফিস, নাজমুল ইসলাম, তনিমা ইসলাম, ডলি খাতুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন