তানোর ও গোদাগাড়ীতে বিএনপির পূজা মণ্ডপ পরির্দশন ও অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন ও নগদ অর্থ সহায়তা করছেন গোদাগাড়ী উপজলা বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি এ্যাড সুলতানুল ইসলাম তারেক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।
মঙ্গলবার সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের নগদ অর্থ তুলে দেন ।
এসময় সুলতানুল ইসলাম তারেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চ্যোয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ থেকে উপজলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন ও তাদের উপহার সামগ্রী বিতরণ শুরু করেছি, আগামী তিনদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে । এছাড়া শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন করতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে পাহারায় থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল ওহাব, আমিনুল ইসলাম ফটিক,রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ,পৌর মৎসজিবি দলের সাধারণ সম্পাদক হারুনসহ অন্যান্যরা ।